Events

ইউআইটিএস এ মিলাদ মাহফিল ও স্বরণ সভা

 

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র আহমেদ যুবায়ের গত ১৩ মার্চ ২০১৭ তারিখে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আহমেদ যুবায়ের এর পিতার নাম মোঃ জহিরুল ইসলাম এবং মাতার নাম মোসাম্মৎ নাজমা আখতার। তার অকাল মৃত্যুতে ইউআইটিএস পরিবার গভীরভাবে শোকাহত এবং তার আত্মার প্রশান্তি ও রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও স্বরণ সভার আয়োজন করে ইউআইটিএস এর সিএসই বিভাগ। দোয়া অনুষ্ঠানে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান আলোচকগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী, ইউআইটিএস রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক মুহাম্মদ ফরিদ উদ্দিন খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মিজানুর রহমান, প্রক্টর সালাহউদ্দিন হাওলাদার, সিএসই বিভাগের প্রধান জয়া দাস, সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী। দোয়া পরিচালনা করেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সন্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।

শেষ হলো ইউআইটিএস এর “3rd Civil Fest-2017"

 

 

বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তিভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী “3rd Civil Fest-2017" এর সমাপনী  অনুষ্ঠান হয় ৩১ মার্চ ২০১৭ শুক্রবার। পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিরা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের তৈরি প্রজেক্টসমূহ ঘুরে দেখেন। ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সন্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে পরিচালিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সচিব ইঞ্জিনিয়ার হাবিব আহমাদ হালিম মুরাদ এবং বিশেষ অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়াল লুব্রিকেন্টস, স্টেন্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিঃ এর ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ সিফাত। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সুফী সাধক ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানুষকে ভাল বাসতে হবে, এ দেশকে ভাল বাসতে হবে এবং হিংসা- অহংকার করা যাবে না; পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে। তাহলেই জীবনে বড় হতে পারবে তোমরা।’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, রিসার্চ সেন্টার ও ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালকগণ, সকল ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন সিভিল বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইউআইটিএস এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। আলোচনা শেষে অতিথিগণ গেম শো ও প্রজেক্টে অংশগহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ফ্যাশন শো, নৃত্য, কৌতুক, গান ও কবিতা আবৃত্তি ইত্যাদি উপস্থাপন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কামরুন নাহার খান মুক্তি।

ছবির ক্যাপশন: সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের তৈরী প্রজেক্ট দেখছেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান ও অতিথিরা।

ইউআইটিএস এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে "3rd Civil Fest-2017 “

 

৩০ মার্চ ২০১৭ বৃহস্পতিবার বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তিভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে Ò3rd Civil Fest-2017Ó অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রধান অতিথি অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া, সন্মানীয় অতিথি বিশিষ্ট নাট্য পরিচালক গাজী রাকায়েত, অধ্যাপক ড. মাজহারুল হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস. আর হিলালী, ডিনবৃন্দ, রিসার্চ সেন্টারের পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা র‌্যালিতে অংশ নেন। এরপর অতিথিরা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের তৈরী প্রজেক্টসমূহ ঘুরে দেখার পর কেক কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব সায়েন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মিজানুর রহমান। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া। সন্মানীয় অতিথি ছিলেন প্রসিদ্ধ অভিনেতা, লেখক ও পরিচালক গাজী রাকায়েত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এম কায়কোবাদ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মাজহারুল হক, ইউআইটিএস এর  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস. আর হিলালী, ডিনবৃন্দ, রিসার্চ সেন্টারের পরিচালক, ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল বিভাগের প্রভাষক কামরুন নাহার খান মুক্তি ও রুমানা শায়লা।

মধ্যাহ্ন ভোজের পর বিভাগীয় প্রধান প্রীতম কিশোর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে প্রধান অতিথি ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মাজহারুল হক এবং বিশেষ অতিথি ছিলেন বুয়েটের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. আবু হাসান ভুইয়া ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহকারী অধ্যাপক ড. মোঃ মাহমুদুল হাসান। এতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ সাব্বির রহমান, আফসানা ফেরদৌস ও মোঃ সানাউল্লাহ শামীম প্রবন্ধ উপস্থাপন করেন।

বর্ষসেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পদক পেল ইউআইটিএস

২৯ মার্চ ২০১৭ বুধবার মহানগরী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত স্বাধীনতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বর্ষসেরা শিক্ষা প্রতিষ্ঠান (পারসোনালিটি এ্যাওয়ার্ড) নির্বাচিত হয় বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তিভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। পরীক্ষায় নকল মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে এ পুরষ্কারে ভুষিত হয় ইউআইটিএস। ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, মুক্তিযোদ্ধা মিলনায়তন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ইউআইটিএস এর পক্ষে পুরষ্কার গ্রহণ করেন বোর্ড অব ট্রাস্টিজের সন্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।