Events

ইউআইটিএস-এ সিএসই বিভাগ ও আইকিউএসি’র উদ্যোগে টিম বিল্ডিং ওয়ার্কশপ

হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)- এর ইনস্টিটিউশনাল কেয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)- এর অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)- এর সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির তত্বাবধানে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য-প্রযুক্তি ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)- এ টিম বিল্ডিং বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ১০ অক্টোবর ২০১৭ মঙ্গলবার আইকিউএসি প্রজেক্ট পরিচালক জগৎবন্ধু বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. কে এম সাইফুল ইসলাম খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের অধ্যাপক ড. আইন-উল- হুদা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য এবং শেষে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন সিএসই বিভাগের প্রধান ড. সুপ্রতীপ ঘোষ। টেকনিক্যাল সেশনে টিম বিল্ডিংয় এর উপরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন অধ্যাপক ড. আইন-উল- হুদা। কর্মশালায় ইউআইটিএস এর সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক আল-ইমতিয়াজ।

ইউআইটিএস-এ স্কুল অব বিজনেস ও আইকিউএসি’র উদ্যোগে টিম বিল্ডিং ওয়ার্কশপ

হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)- এর ইনস্টিটিউশনাল কেয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)- এর অধীনে ডিপার্টমেন্ট অব বিজনেস স্টাডিজের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির তত্বাবধানে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য-প্রযুক্তি ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)- এ টিম বিল্ডিং বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ৯ অক্টোবর ২০১৭ সোমবার আইকিউএসি প্রজেক্ট পরিচালক জগৎবন্ধু বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. কে এম সাইফুল ইসলাম খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)- এর বিজনেস বিভাগের অধ্যাপক শান্তি নারায়ন ঘোষ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিজনেস স্টাডিজ বিভাগের প্রধান ফারহানা রহমান এবং শেষে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অব বিজনেস এর ডিন অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ। টেকনিক্যাল সেশনে টিম বিল্ডিংয় এর উপরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিইউবিটি- এর বিজনেস বিভাগের অধ্যাপক শান্তি নারায়ন ঘোষ। কর্মশালায় ইউআইটিএস এর স্কুল অব বিজনেস এর ডিন, বিভাগীয় হেড ও শিক্ষক- শিক্ষিকা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক আরিফ রানা।

ইউআইটিএস-এ আইন বিভাগের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস ও শরৎকালীন নবীনবরণ

বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তি ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগে বিশ্ব শিক্ষক দিবস ও শরৎকালীন নবীনবরণ উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের এবং শিক্ষার্থীদের বিশেষত নবাগত শিক্ষার্থীদের স্বাগত ও অভিনন্দন জানান বিভাগীয় উপদেষ্টা অধ্যাপক ড. এম. শাহ্ আলম। প্রধান অতিথির বক্তৃতায় ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান নবীন শিক্ষার্থীদের আইন বিভাগে স্বাগত জানান এবং সেই সাথে ইউআইটিএস এর বিভিন্ন সুযোগ- সুবিধা ও বৃত্তির সুযোগ গ্রহণের জন্য পরামর্শ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শাহ স্যামুয়েল কায়জার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ. ন. ম. শরীফ, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. মাজহারুল হক, স্কুল অব লিবারাল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এর ডিন ড. আরিফাতুল কিবরিয়া, সহকারী অধ্যাপক নাদিয়া শবনম, প্রভাষক রেহনুমা চৌধুরী, প্রভাষক ফাহমিদা জোহরা রোপা এবং ইংরেজি বিভাগের প্রভাষক তানিয়া তাবাসসুম।

বন্যার্তদের মাঝে ইউয়াআইটিএস-এর ত্রাণ বিতরণ

গত ২২ সেপ্টেম্বর ২০১৭ খ্রি. শুক্রবার জামালপুর জেলার সদর উপজেলার আলগীর চর এলাকায় বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য-প্রযুক্তি ভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর প্রক্টর মোঃ হোসেন মিয়াজীর নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণে বিশ্ববিদ্যালয়ের বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক আরিফ রানা এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইউআইটিএস এর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষ রোপন

“বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য- প্রযুক্তি ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর স্থয়ী ক্যাম্পাস প্রাঙ্গণে বাঙ্গালীর শতবর্ষের ঐতিহ্য বট বৃক্ষ রোপনের মাধ্যমে ভবিষ্যতের ইতিহাস গড়লো ইউআইটিএস” বৃক্ষ রোপন অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বনামধন্য অভিনেতা, নাট্য পরিচালক এবং সাংস্কৃতিক সংগঠন চারুনীড়মের প্রতিষ্ঠাতা গাজী রাকায়েত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে পরিচালিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী, বিশিষ্ট আবৃত্তিকার, উচ্চারণ বিশারদ ও চারুনীড়মের সহ- সভাপতি গোলাম সারওয়ার, নাট্যকার ও চারুনীড়মের সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার, বিশিষ্ট অভিনেত্রী নাদিয়া আহমেদ, রাজু আলিম এবং ইউআইটিএস এর শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ দেশের বিশিষ্ট গণ্যমান্য শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এ সময় চারুনীড়মের অঙ্গ সংগঠন চারমাত্রার ইউআইটিএস-এর আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন গাজী রাকায়েত। ইউআইটিএস এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও ছাত্র উপদেষ্টা মো: তারিকুল ইসলামকে আহবায়ক কমিটির আহবায়ক নির্বাচন করা হয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআইটিএস এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।