PDF

ইউআইটিএস-এ সিএসই ও আইটি বিভাগের উদ্যোগে উদযাপিত হলো বসন্তকালীন নবীনবরণ ২০১৭

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)- এর বারিধারাস্থ ক্যাম্পাসে সিএসই ও আইটি বিভাগের উদ্যোগে ১০ জানুয়ারী ২০১৭ মঙ্গলবার নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিএসই ও আইটি বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান জয়া দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। উপাচার্য নতুন ছাত্র-ছাত্রীদেরকে ইউআইটিএস-এ ভর্তির জন্য অভিনন্দন জানান এবং নিজেদেরকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে উৎসাহ দেন। তিনি ছাত্র-ছাত্রীদেরকে অধ্যয়নের সাথে সাথে কো-কারিকুলার কর্মসূচিতে অংশগ্রহণের জন্যও পরামর্শ দেন। এ ছাড়াও বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. সুপ্রতীপ ঘোষ, প্রভাষক মোহাম্মদ মিনহাজুল আলম ও অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর সালাহউদ্দিন হাওলাদার ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই ও আইটি বিভাগের প্রভাষক আল- ইমতিয়াজ।

Download from BIGTheme.net free full premium templates