ইউআইটিএস আইন বিভাগের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

“অধ্যাপক ড. এম শাহ আলম আর নেই, ইউআইটিএস পরিবারের শোক”
September 1, 2020
ইউআইটিএস-এ ধর্ষণবিরোধী মানববন্ধন
October 19, 2020
Show all

ইউআইটিএস আইন বিভাগের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

 

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গত ০৫ অক্টোবর, ২০২০ খ্রি., সোমবার সন্ধ্যা ৭ টায় অনলাইন মাধ্যমে “বিশ্ব শিক্ষক দিবস ২০২০” উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ-এর সম্মানিত উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, ইউআইটিএস বিওটির আইন উপদেষ্টা এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভুঁইয়া। সভাপতিত্ব করেন ইউআইটিএস-এর আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ ইকবাল হাছান।
ইউআইটিএস-এর আইন বিভাগের প্রভাষক মিসেস নুসরাত জাহানের তত্ত্বাবধানে ও শিক্ষার্থী ফারিয়া বাশার উপমার সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক মিসেস নাদিয়া শবনম। অনুভূতি ব্যক্ত করেন বিভাগীয় প্রভাষক মিসেস রেহনুমা চৌধুরী, মিসেস ফাহমিদা জোহরা রুপা ও জনাব মো. ইসরাফিল হোসেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিভাগের শিক্ষার্থীরা উদ্ভাবনীয় প্রক্রিয়ায় আকর্ষণীয় ভিডিও ক্লিপ ও ফটো তৈরির মাধ্যমে শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, শুভেচ্ছা বার্তা প্রেরণ এবং শিক্ষকদের জন্য উপহার হিসেবে তৈরিকৃত ক্রেস্ট উপস্থাপন করে।