ইউআইটিএস আইন বিভাগের মুটকোর্ট উদ্বোধন, নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

ইউআইটিএস-এর নতুন সহকারী প্রক্টর শামিম হোসেন
October 13, 2021
ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)
ইউআইটিএস-এ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত
October 21, 2021
Show all

ইউআইটিএস আইন বিভাগের মুটকোর্ট উদ্বোধন, নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)—এর আইন অনুষদভুক্ত আইন বিভাগের আন্তর্জাতিকমানের মুটকোর্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, আইন চর্চার মাধ্যমে মেধা বিকাশ ও দক্ষতা বাড়িয়ে সততা এবং নৈতিকতার সাথে আইন পেশায় নিয়োজিত থেকে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। ইউআইটিএস-এর সফল এলামনাই হিসেবে বিজ্ঞ আইনজীবী হয়ে নিজেদের যোগ্যতা প্রমাণের মাধ্যমে ইউআইটিএস-এর মুখ উজ্জ্বল করতে হবে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করে নতুন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় ভবনের ৭ম তলাস্থ মুটকোর্ট উদ্বোধনপূর্বক ক্যাম্পাসের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে অদ্য ১৭ অক্টোবর, রবিবার সকাল ১১টায় মুটকোর্ট উদ্বোধন, নবীন শিক্ষার্থীদের বরণ ও বিভাগীয় এলামনাইদের ২০২১ সালের বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্তির পরীক্ষায় উত্তীর্ণ নবীন আইনজীবীদের সংবর্ধনা উপলক্ষে ঢাকার বারিধারাস্থ নিজস্ব ক্যাম্পাসে এ মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউআইটিএসের আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, উপ—উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান, সকল অফিস প্রধানসহ বিভাগীয় শিক্ষক- কর্মকর্তা-কর্মচারী, নবীন শিক্ষার্থী, নবীন আইনজীবী ও অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।