ইউআইটিএস-এ অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া ২০২৪ অনুষ্ঠিত

IQAC UITS Korea Program
January 30, 2024
UITS VC Interview Messenger Paper
February 1, 2024
Show all

ইউআইটিএস-এ অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া ২০২৪ অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ গত ৩০ জানুয়ারি, ২০২৪ মঙ্গলবার, দুপুর ১২:০০ টায় অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
অগ্নিকান্ড ও যে কোনো দূর্ঘটনা থেকে মানুষের যানমাল ও সম্পদ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহযোগিতায় এ কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যান উপদেষ্টা জনাব মোঃ তরিকুল ইসলাম। উক্ত কর্মশালায় ‘অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার, জরুরী বহির্গমন’ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা তুলেধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আশরাফুল হকসহ বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয় ভবনের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপণ প্রদর্শন ও মহড়া আয়োজন করে। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ সকল শিক্ষক-শিক্ষার্থী।