ইউআইটিএস-এ বিজনেস স্টাডিজ বিভাগের বসন্তকালীন সেমিস্টার ২০২৫ এর শিক্ষার্থীদের অরিয়েনটেশন অনুষ্ঠিত।

𝐔𝐈𝐓𝐒 𝐈𝐐𝐀𝐂 𝐂𝐨𝐧𝐝𝐮𝐜𝐭𝐬 𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 𝐨𝐧 “𝐀𝐓𝐅 𝐒𝐮𝐛𝐩𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝐏𝐫𝐨𝐩𝐨𝐬𝐚𝐥 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐇𝐄𝐀𝐓 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭”
January 27, 2025
𝐔𝐈𝐓𝐒 𝐓𝐞𝐚𝐦 𝐖𝐢𝐧𝐬 𝐆𝐫𝐚𝐦𝐞𝐞𝐧𝐩𝐡𝐨𝐧𝐞 𝐀𝐜𝐜𝐞𝐥𝐞𝐫𝐚𝐭𝐨𝐫’𝐬 𝟐𝟎𝐭𝐡 𝐃𝐚𝐲𝐥𝐨𝐧𝐠 𝐁𝐨𝐨𝐭𝐜𝐚𝐦𝐩, 𝐌𝐚𝐫𝐤𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐂𝐨𝐧𝐜𝐥𝐮𝐬𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐈𝐭𝐬 𝐑𝐞𝐦𝐚𝐫𝐤𝐚𝐛𝐥𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐞𝐲!
January 29, 2025
Show all

ইউআইটিএস-এ বিজনেস স্টাডিজ বিভাগের বসন্তকালীন সেমিস্টার ২০২৫ এর শিক্ষার্থীদের অরিয়েনটেশন অনুষ্ঠিত।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাব-এর উদ্যোগে অদ্য ২৭ জানুয়ারি, ২০২৫ খ্রি. সোমবার সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে বিজনেস স্টাডিজ বিভাগের বসন্তকালীন সেমিস্টার ২০২৫, ৫৯ ব্যাচ এর শিক্ষার্থীদের অরিয়েনটেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসান-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য, বিজনেস স্টাডিজ বিভাগে বসন্তকালীন সেমিস্টার ২০২৫-এ সর্বাধিক শিক্ষার্থী ভর্তি হওয়ায় বিভাগের সকলকে ধন্যবাদ জানান। এতে এই বিভাগের প্রাধান্য প্রকাশ পায় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে এক্সট্রা কারিকুলারের মধ্যমে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। নবীন শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়কে সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের একজন নৈতিক, দক্ষ ও আদর্শবান মানুষ হওয়ার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর উদ্দেশ্য, বিশ্ববিদ্যালয়ের ও বিজনেস স্টাডিজ বিভাগের উদ্দেশ্য কি তা অবহিত করেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেছ তোমাদের অভিভাবকের পরিচালনায়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তোমরা নিজেরাই নিজেদের পরিচালক। বিশ্ববিদ্যালয় তোমাদের এই স্বাধীনতা দিবে। বিশ্ববিদ্যালয় তোমাদেরকে সঠিক দিকনির্দেশনা দিবে নিজেদেরকে সঠিক ভাবে পরিচালনা করার জন্য। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত এবং বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাব-এর সদস্যদেরকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস অনুষদের সম্মানিত ডিন, ড. ফারুক হোসেন। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ে আসার কারণ হচ্ছে জ্ঞান অর্জন করা সেই সাথে ভালো মানুষ হওয়া। বিশ্ববিদ্যালয় হচ্ছে আলোকিত মানুষ গড়ার কারখানা। আমরা চাই আমাদের এই বিশ্ববিদ্যালয়থেকে আগামী চার বছর পর তোমরা প্রকৃত ভালো মানুষ হয়ে বের হবে। আমরা আলোকিত মানুষ তৈরি করতে চাই। তোমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগে স্বাগত। সেই সাথে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রূপান্তী এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একই বিভাগের শিক্ষার্থী কুতুব উদ্দিন নাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের সকল শিক্ষক ও বিজনেস ক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহায়তায় ও আয়োজক কমিটিতে ছিলেন জনাব রাবেয়া বসরী (আহ্বায়ক), জনাব আরিফ হোসেন (সদস্য), জনাব নূর হাছান মাহমুদ খান (সদস্য), জনাব মো: সিরাজুম মুনির (সদস্য সচিব)। উক্ত অনুষ্ঠানে বিজনেস ক্লাবের সদস্যরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।