ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন

ইউআইটিএস-এ বিজনেস স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত।
December 11, 2024
Show all

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করে। অদ্য ১৬ ডিসেম্বর, ২০২৪, সোমবার, সকাল ৮:৩০ মিনিট বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর জনাব মো. তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস, সহকারি প্রক্টর জনাব মোঃ সাইফুল ইসলাম ও জনাব সাব্বির হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার (লজিস্টিকস) মোঃ আশরাফুল হক, জনসংযোগ কর্মকর্তা জনাব মো. সাইফুল ইসলাম, আইটি অফিসার জনাব মোঃ সাফাত-আল- আরাফাত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় ক্লাবের প্রতিনিধিসহ অন্যান্য শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ভাটারাস্থ নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।