বাংলাদেশী আমেরিকান বিজ্ঞানী অধ্যাপক করিমের ইউআইটিএস পরিদর্শন

ইউআইটিএস-এ ‘বাংলাদেশে কপিরাইট সুরক্ষা: একটি আইনি পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
July 19, 2022
রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি পেলেন বসন্তকালীন সেমিস্টারের ৩০ মেধাবী শিক্ষার্থী
August 1, 2022
Show all

বাংলাদেশী আমেরিকান বিজ্ঞানী অধ্যাপক করিমের ইউআইটিএস পরিদর্শন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস পরিদর্শন করেন বাংলাদেশী আমেরিকান বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ আতাউল করিম। গত ২৫ জুলাই, ২০২২ খ্রি, সোমবার সকাল ১০টায় ঢাকাস্থ বারিধারার ডিপ্লোম্যাটিক জোন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আগমন করলে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

অধ্যাপক ড. মোহাম্মদ আতাউল করিম আমেরিকার ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস ডার্টমাউথ-এর এক্সিকিউটিভ ভাইস-চ্যান্সেলর, প্রভোস্ট ও চিপ অপারেটিং অফিসার-সহ ভার্জিনিয়ার ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ফর রিসার্চ হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক করিম ইউআইটিএস-এ এসে কর্তৃপক্ষের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরিদর্শনকালে শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী হয়ে লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম. শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড. এম কায়কোবাদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।