সাইবার নিরাপত্তার নতুন দিগন্ত: ইউআইটিএস ও RedSentry আয়োজিত ‘RedSentry presents: Hacked 101’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

Orientation Program for BBA 59th Batch, Spring 2025.
February 2, 2025
UITS Teams participated in the Ministry of Youth and Sports “Youth for Earth, An Innovative Case Solution Championship” at Dhaka University
February 9, 2025
Show all

সাইবার নিরাপত্তার নতুন দিগন্ত: ইউআইটিএস ও RedSentry আয়োজিত ‘RedSentry presents: Hacked 101’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

গত ২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং RedSentry -এর যৌথ উদ্যোগে “RedSentry presents: Hacked 101” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। ইউআইটিএস-এর পিএইচপি প্রাঙ্গণে দুপুর ২:০০টায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আল-ইমিতয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, রেজিস্ট্রার জনাব মোহাম্মাদ কামরুল হাসান, সিএসই বিভাগের সকল শিক্ষকবৃন্দ ও ইউআইটিএস কম্পিউটার ক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সাইবার নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এ. এস. এম. শামীম রেজা (প্রতিষ্ঠাতা, দ্য টিম ফিনিক্স), মুহাম্মদ আবুল কালাম আজাদ (প্রধান, তথ্য নিরাপত্তা বিভাগ, ইস্টার্ন ব্যাংক পিএলসি), সৈয়দ মুশফিক হাসান তাহসিন (প্রতিষ্ঠাতা, বাগ বাউন্টি কমিউনিটি বাংলাদেশ), মো. সাদিকুল ইসলাম (সিকিউরিটি স্পেশালিস্ট, বিটলস সাইবার সিকিউরিটি লিমিটেড), মো. গোল্লাম রাব্বি (সিকিউরিটি রিসার্চার, বিটলস সাইবার সিকিউরিটি লিমিটেড) এবং মেহেদী হাসান রেমন (সিনিয়র সিকিউরিটি ইঞ্জিনিয়ার, রেডসেন্ট্রি)। তাঁরা সাইবার নিরাপত্তায় হাতেখড়ি, বাগ বাউন্টি হান্টিং, পেনেট্রেশন টেস্টিং, ক্যাপচার দ্য ফ্ল্যাগ চ্যালেঞ্জ এবং সাইবার সেফটি প্র্যাকটিস সহ নানান বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটিতে কিভাবে ক্যারিয়ার শুরু করতে হবে তার উপায়, প্রয়োজনীয় টুল ও কৌশল সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীরা সাইবার নিরাপত্তার মৌলিক ধারণা থেকে শুরু করে ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জানতে পেরে বেশ উচ্ছ্বসিত হয়। ইউআইটিএস-এর সিএসই বিভাগ ও RedSentry জানায়, ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ দেওয়া হবে।
ইউআইটিএস-এর মাননীয় উপাচার্য সমাপনী বক্তব্যে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে RedSentry ভূমিকার প্রশংসা করেন। এছাড়া, তিনি বাংলাদেশের সাইবার নিরাপত্তা খাতের উন্নয়নে সাইবার নিরাপত্তার সাথে জড়িত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।