ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নবনির্মিত নান্দনিক ক্যাম্পাসের প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের ইইই ও ইসিই বিভাগদ্বয়ের উদ্যোগে মুজিববর্ষের ক্ষণ-গণনা ডিসপ্লের শুভ উদ্বোধন করা হয়। গত ১৯ ফেব্রুয়ারি, ২০২০ খ্রি., বুধবার বিকাল ৪ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ডিসপ্লেটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ও বিওটির উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান ড. মো. মিজানুর রহমান, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের প্রধান জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, সিএসই বিভগের প্রধান জনাব আল ইমতিয়াজ-সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।