ইউআইটিএস আইন বিভাগে ‘নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা’ অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করেছে ইউআইটিএস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করেছে ইউআইটিএস
March 21, 2022
ইউআইটিএসের ইইই বিভাগে বসন্তকালীন সেমিস্টার ২০২২-এর নবীনবরণ অনুষ্ঠিত
March 24, 2022
Show all

ইউআইটিএস আইন বিভাগে ‘নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা’ অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর আইন বিভাগে বসন্তকালীন সেমিস্টার-২২’র নবীন বরণ ও শরৎকালীন সেমিস্টার-২১’র এলএলবি এবং এলএলএম শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আইন বিভাগের উদ্যোগে এবং ‘ইউআইটিএস ল’ অ্যান্ড মুটিং ক্লাব’-এর সার্বিক সহযোগিতায় গত ২২ মার্চ ২০২২, মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে পাঠ ও নাতে রাসুল সা. পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক, প্রক্টর ড. মো. ইয়াছিন আলী, ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. আনোয়ার হোসেন।

বিভাগীয় শিক্ষার্থী আঞ্জুমান আরা ইতি ও মাশরাফি বিন মোকসেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান জনাব মুহাম্মদ ইকবাল হাছান। বিভাগীয় সহকারী অধ্যাপক রুস্তমা বেগম চৌধুরী স্বাগত রাখেন। এসময় বিভাগীয় সম্মানিত শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের বক্তব্য এবং সম্মানিত অতিথিবৃন্দের মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ হয়।
অতিথিদের বক্তব্য শেষে অমর ২১শে ফেব্রুয়ারি, ২০২২ উপলক্ষে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইন বিভাগ কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
নবীন শিক্ষার্থীদের ফুল এবং শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ এবং বিদায়ীদের শুভেচ্ছা স্মারক প্রদানের পর ‘ইউআইটিএস ল’ এন্ড মুটিং ক্লাব’ এর ২০২২-২০২৩ সেশনের নব গঠিত নির্বাহী কমিটির অভিষিক্তকরণ ও দায়িত্বপত্র অর্পনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি হয়।

মধ্যাহ্নভোজের বিরতির পর নবগঠিত ক্লাবের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ক্লাবের বার্ষিক কর্ম পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরেন। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও কেক কেটে নবগঠিত ক্লাবের অভিষিক্তকরণ এবং নবীনবরণ শেষে বিশ্ববিদ্যালয়ের কর্ণধার ও বোর্ড অব ট্রাস্টিজ-এর মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান বিদায়ী শিক্ষার্থীদের স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও দোয়াকামনার মাধ্যমে জাঁকজমকপূর্ণ দিনব্যাপী আয়োজনটির সফল সমাপ্তি ঘটে।