ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ হিসেবে রাষ্ট্রপতির নিয়োগ পেলেন অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ

𝐔𝐈𝐓𝐒 𝐓𝐞𝐚𝐦 𝐒𝐞𝐥𝐞𝐜𝐭𝐞𝐝 𝐟𝐨𝐫 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐈𝐧𝐧𝐨𝐯𝐚𝐭𝐢𝐨𝐧 𝐇𝐮𝐛 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦 (𝐔𝐈𝐇𝐏) 𝐈𝐂𝟔 𝐚𝐭 𝐁𝐑𝐀𝐂 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 
April 22, 2025
UITS-IQAC is collaborating with 𝐒𝐄𝐌𝐈𝐓 𝟐𝟎𝟐𝟓
April 23, 2025
Show all

ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ হিসেবে রাষ্ট্রপতির নিয়োগ পেলেন অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী ৪ (চার) বছর মেয়াদে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কোষাধ্যক্ষ হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। মঙ্গলবার ২২ এপ্রিল, ২০২৫ খ্রি., শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর যুগ্মসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ইতোপূর্বে তিনি ইউআইটিএস-এর বিজনেস অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন।
অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে ১৯৭৬ ও ১৯৭৭ সালে বি.কম (অনার্স) ও এম. কম ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ ও ১৯৯২ সালে যথাক্রমে এম.ফিল. ও পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। ১৯৮১ সালের ১৭ ডিসেম্বর তিনি সরকারি বি. এম. কলেজের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি মাউশির পরিচালক, সরকারি বি. এম. কলেজের অধ্যক্ষ এবং ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ১৯৫৩ সালে ভোলা জেলার এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. নেজাম্মল হক, মাতা হাফিজা খাতুন ও সহধর্মিণী রাজিয়া বেগম। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।