ইউআইটিএস-এর ট্রাস্টি চেয়ারম্যানের ৮১তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউআইটিএস-এর বিনম্র শ্রদ্ধা
February 21, 2023
ইউআইটিএস-এ ‘টেকসই নির্মাণ উপকরণ ও সমাধান’ শীর্ষক সেমিনার আয়োজিত
March 16, 2023
Show all

ইউআইটিএস-এর ট্রাস্টি চেয়ারম্যানের ৮১তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১২ মার্চ, ২০২৩ খ্রি., রবিবার দিনব্যাপী ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮১তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০তম বর্ষের এ দিবসটিতে বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক, দেশবরেণ্য সুফি-সাধক, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগে এ মহা মনীষীর সুস্থতাসহ দীর্ঘায়ু কামনায় খতমে কুরআনের আয়োজন করা হয় এবং শেষে তাঁর জন্মদিন ও বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটা হয়। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রাজধানীর বারিধারাস্থ এর নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও স্যার এ এফ রহমান হলের বর্তমান প্রভোস্ট এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএস-এর মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রাক্তন ডিন, বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. এম কায়কোবাদ, ইউআইটিএস-এর আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ. ন. ম. শরীফ এবং কালাদী শাহাজউদ্দীন জামেয়া-ই-ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ মনির হোসেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান সঞ্চালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ইয়াছিন আলী, সেন্টার ও সেলসমূহের পরিচালক, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।