ইউআইটিএস-এর নতুন প্রক্টর ড. ইয়াছিন

জাতীয় পর্যায়ে ইউআইটিএস-এর আইটি বিভাগের ঈর্ষণীয় সাফল্য
September 2, 2021
ইউআইটিএস-এর বিজনেস স্টাডিজ এলামনাই মিলনমেলা অনুষ্ঠিত
September 18, 2021
Show all

ইউআইটিএস-এর নতুন প্রক্টর ড. ইয়াছিন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ইয়াছিন আলী। গত ১৫ সেপ্টেম্বর, ২০২১ খ্রি., বুধবার তিনি এ পদে যোগদান করেছেন।
প্রক্টর হিসেবে যোগদান করে ড. ইয়াছিন বলেন, পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আমি সর্বদা কাজ করবো এবং আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে নবনিযুক্ত প্রক্টরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ড. মো. ইয়াছিন আলী ২০০১ সালে এসএসসি, ২০০৩ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি প্রথম শ্রেণিতে ২০০৭ সালে গণিতে বিএসসি (সম্মান) ও ২০০৮ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে তিনি ‘ফাজি ম্যাথমেটিক্স’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
২০১২ সালের ৫ মে ইউআইটিএস-এর ইইই বিভাগে প্রভাষক পদে তিনি কর্মজীবন শুরু করেন এবং ১ আগস্ট ২০১৮ তারিখে সহকারী অধ্যাপক পদে উন্নীত হয়ে বিভাগটিতে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ড. মো. ইয়াছিন আলী ০৬ অক্টোবর ২০১৫ থেকে ০৬ অক্টোবর ২০১৬ খ্রি. পর্যন্ত সফলতার সাথে ইউআইটিএস-এর সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইইই বিভাগের প্লানিং কমিটির সদস্য সচিব-সহ শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে সেমিনারে অংশগ্রহণ করেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ১৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
ড. মো. ইয়াছিন আলী ১৯৮৪ সালের ০২ ফেব্রুয়ারি খুলনা জেলার কয়রা থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ফরমান সরদার ও মাতা হামিদা খাতুন। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক।