ইউআইটিএস-এর ১৭তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপিত

ইউআইটিএস এ আইটিইই বিষয়ক সেমিনার অুনষ্ঠিত
July 31, 2019
Professor Dr. Mohammed Solaiman
August 25, 2019
Show all

ইউআইটিএস-এর ১৭তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপিত

আজ ৭ আগস্ট ২০১৯ বুধবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন এবং আনন্দ-উল্লাসের মাধ্যমে বাংলাদেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ১৭তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপিত হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান-এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন ইউআাইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান । এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মিলাদ মাহফিল ও কেক কাটা এবং বারিধারা ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক ইউআইটিএস এর প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সুফী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আজ আমরা উন্নত স্থায়ী ক্যাম্পাসে পর্দাপন করেছি। বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউআইটিএস বিভিন্ন পেশাদারী শিক্ষায় হাজার হাজার শিক্ষার্থীকে এ পর্যন্ত জাতির উন্নয়নের সৈনিক হিসেবে তৈরী করার বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, প্রত্যেক মানুষ তার প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করছে, তার ওপর নির্ভর করে তার জীবনের সফলতা। জীবনে সফল হতে হলে একই সঙ্গে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম করার মানসিকতা ও সততা। আর একজন মানুষ যখন এসকল গুণাবলী অর্জন করে তা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে সক্ষম হন, তখনই তার জীবনে উন্নতি ঘটে, তার জীবন হয় উন্নত ও মহৎ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস. আর. হিলালী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ. ন. ম. শরীফ, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক, স্কুল অব বিজনেস এর ডিন অধ্যাপক ড. সিরাজাউদ্দিন আহমেদ, স্কুল অব লিবারাল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এর ডিন ড. আরিফাতুল কিবরিয়া, আইন বিভাগের উপদেষ্ঠা ড. এম. শাহ আলম, ছাত্র কল্যাণ বিষয়ক উপদেষ্ঠা অধ্যাপক ড. নজরুল ইসলাম, ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের আইন বিষয়ক উপদেষ্ঠা ড. আব্দুল মান্নান ভূইয়া, ফার্মেসী বিভাগের উপদেষ্ঠা প্রফেসর ড. সীতেশ চন্দ্র বাছার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, রিসার্চ সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. আবু হাসান ভূঁইয়া, সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআইটিএস-এর রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান।