ইউআইটিএস-এ অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধন।

ইউআইটিএস-এ বিজনেস স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত “Workshop on Internship and Job Placement” নামক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
November 19, 2024
𝐔𝐈𝐓𝐒 𝐓𝐞𝐚𝐦𝐬 𝐩𝐚𝐫𝐭𝐢𝐜𝐢𝐩𝐚𝐭𝐞𝐝 𝐚𝐭 𝐭𝐡𝐞 𝐆𝐫𝐚𝐦𝐞𝐞𝐧𝐩𝐡𝐨𝐧𝐞 𝐀𝐜𝐜𝐞𝐥𝐞𝐫𝐚𝐭𝐨𝐫 (𝐆𝐏𝐀) 𝐈𝐃𝐄𝐀 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 𝐏𝐢𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟒
November 20, 2024
Show all

ইউআইটিএস-এ অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধন।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কেন্দ্রীয় কালচারাল কমিটি ও ছাত্র কল্যাণ দপ্তর কর্তৃক আয়োজিত অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অদ্য ২০ নভেম্বর, ২০২৪ খ্রি. বুধবার দুপুর ০২:০০ টায় জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের মাননীয় ডিন ও কালচারাল কমিটির আহবায়ক ড. ফারুক হোসেন।

ডিন মহোদয় পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় রেখে প্রতিযোগিতাটি সফল করার জন্য অংশগ্রহণকারী টিম ও সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। তিনি বলেন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে ইউআইটিএস-এর শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক চিন্তা, যুক্তি প্রদর্শন এবং বুদ্ধিবৃত্তিক আলোচনা চর্চা করা যা অংশগ্রহণকারীদের বিশ্লেষণী এবং যোগাযোগ দক্ষতা উন্নত করবে। তিনি অংশগ্রহণকারী টিম ও টিমের সদস্যদেরকে শুভকামনা জানান।

বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে মোট চল্লিশটি টিম বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এ অংশগ্রহণ করে। আজ উদ্বোধনী দিনে ছয়টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এতে ১২ টিম অংশ নেয়। প্রথম পর্বে মোট ২০ টি ম্যাচ শেষে ২০টি টিম দ্বিতীয় পর্বে প্রতিযোগিতায় অংশনিবে। নকআউট ভিত্তিক প্রতিযোগিতা শেষে সেরা দুটি টিমের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস এবং প্রতিযোগিতার বিচারকমন্ডলী-সহ সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।