ইউআইটিএস-এ আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন

ইউআইটিএস-এর বসন্তকালীন নবীনবরণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
July 6, 2022
ইউআইটিএস-এ ‘বাংলাদেশে কপিরাইট সুরক্ষা: একটি আইনি পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
July 19, 2022
Show all

ইউআইটিএস-এ আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধায়নে গত ২৯ জুন, ২০২২ খ্রি., বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘পর্যায়-১’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ থেকে মোট ৫০ টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে সেরা ২৫টি দল নিয়ে আগামি ২০ জুলাই, ২০২২ খ্রি. তারিখে আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘পর্যায়-২’ অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. গাজী জহিরুল ইসলাম-সহ বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতা চলাকালে পরিদর্শন করেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান-সহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।