ইউআইটিএস-এ জমকালো উৎসবের মধ্য দিয়ে Skillathon-2024 -এর পর্দা নামলো

UITS Teams participated at Orange Corners IDEATION CHALLENGE 4.0
December 1, 2024
ইউআইটিএস-এ বিজনেস স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত।
December 11, 2024
Show all

ইউআইটিএস-এ জমকালো উৎসবের মধ্য দিয়ে Skillathon-2024 -এর পর্দা নামলো

গত ২রা ডিসেম্বর, ২০২৪ তারিখে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) কর্তৃক আয়োজিত Skillathon-2024 এর সমাপ্তি ঘটলো। “হিম হেমন্ত পিঠা অনন্ত” শীর্ষক পিঠাপ্রদর্শনীর মাধ্যমে উৎসবমুখর দিনটি শুরু হয় যেখানে উক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের নির্ধারিত স্টলে পিঠার বাহার নিয়ে আসে।
এছাড়াও, অন্যতম প্রধান আকর্ষণ ছিল ফিনল্যান্ডের ইন্টিগ্রিফাই-এর ফুল-স্ট্যাক ডেভেলপার আনিসুল ইসলামের সেমিনার। তিনি শিক্ষার্থীদের নিজেকে এগিয়ে নেওয়া, ফুল-স্ট্যাক ডেভেলপার হওয়া এবং উচ্চ শিক্ষায় বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া—বিষয়ে পরামর্শ ও অনুপ্রেরণা দিয়েছেন। স্বতঃস্ফুর্ত উচ্ছ্বাস এবং আগ্রহের মধ্য দিয়ে শুরু হওয়া সেমিনারের পরপরই শুরু হয়ে যায় Skillathon-2024 এর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২০২৪ এর স্প্রিং সেমিস্টারের ফলাফলের উপর ভিত্তি করে বিভাগের সকল ব্যাচের কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য ‘বস অ্যাওয়ার্ড (Best Outstanding Student of the Semester)’ প্রদানের মাধ্যমে পুরস্কার বিতরণ শুরু হয়। এছাড়াও টাইপিং কন্টেস্ট, বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট, ই-স্পোর্টস, মেয়েদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ক্যারাম টুর্নামেন্ট, ফ্রেশারস প্রোগ্রামিং কন্টেস্ট, জুনিয়র প্রোগ্রামিং কন্টেস্ট, এবং সার্কিট সিন্থেসিস কন্টেস্ট -এর বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান অতিথি আনিসুল ইসলাম, বিশ্ববিদ্যাল্যের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ. এন. এম. শরীফ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আল-ইমতিয়াজ এবং আইটি বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মোঃ সাকিব বিন আলম। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে আহ্বায়ক সহকারি অধ্যাপক সাদিয়া জাহান নেতৃত্বে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ইউআইটিএস কম্পিউটার ক্লাবের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম উক্ত আয়োজনটিকে সুশৃঙ্খল, অর্থবহ ও সার্থক করে তুলেছিল।