ইউআইটিএস-এ ‘টেকসই নির্মাণ উপকরণ ও সমাধান’ শীর্ষক সেমিনার আয়োজিত

জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ইউআইটিএস
March 21, 2023
আইন বিভাগের ‘নবীনবরণ, বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান
March 23, 2023
Show all

ইউআইটিএস-এ ‘টেকসই নির্মাণ উপকরণ ও সমাধান’ শীর্ষক সেমিনার আয়োজিত

দেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘টেকসই নির্মাণ উপকরণ ও সমাধান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ মার্চ, ২০২৩ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়টির রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে সেমিনারটি আয়োজিত হয়। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড-এর হেড অব টেকনিক্যাল সার্ভিস জনাব ফখরুদ্দিন মো: খান।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ‌ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক। এছাড়াও আইটি বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম-সহ বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক বলেন, শিক্ষার্থীদের কর্মজীবন সম্পর্কে ধারণা দেয়-সহ প্রস্তুত করতে এ ধরণের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাফার্জহোলসিম বাংলাদেশ-এর সাথে আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে বেশ আগ্রহী। এ ধরণের কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন প্রকল্প পরিদর্শনসহ নানাবিধ অভিজ্ঞতা আদান-প্রদান এর সুযোগ তৈরি হচ্ছে শিক্ষার্থীদের জন্য।

সেমিনারের প্রধান বক্তা জনাব ফখরুদ্দীন মো: খান লাফার্জহোলসিম লিমিটেড-এর ইতিহাস তুলে ধরার মাধ্যমে তার আলোচনা শুরু করেন।

টেকসই নির্মাণ উপকরণ নিশ্চিতকরণে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড-এর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড টেকসই নির্মাণের লক্ষ্যে টেকসই নির্মাণ উপকরণ প্রস্তুত ও সরবরাহ করছে। ভিন্ন ভিন্ন কাজের চাহিদা অনুযায়ী আমাদের রয়েছে ভিন্ন ভিন্ন ধরণের সিমেন্ট, যা নিশ্চিত করবে টেকসই ও দীর্ঘমেয়াদী প্রকল্প।

সেমিনার শেষে মূল বক্তা শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।