“ইউআইটিএস-এ দুইদিনব্যাপী টিচার্স এপ্রিসিয়েশন ওয়ার্কশপ-২০২০ অনুষ্ঠিত”

”ইউআইটিএস-এ অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব”
December 1, 2020
ইউআইটিএস-এর নতুন রোবটিক্স ল্যাবে আই ও টি IoT বিষয়ের উপর ২ দিনের কর্মশালা।
December 12, 2020
Show all

“ইউআইটিএস-এ দুইদিনব্যাপী টিচার্স এপ্রিসিয়েশন ওয়ার্কশপ-২০২০ অনুষ্ঠিত”

দেশের তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ গত ২ ও ৩ ডিসেম্বর, ২০২০ খ্রি., বুধ ও বৃহস্পতিবার দুইদিনব্যাপী টিচার্স এপ্রিসিয়েশন ওয়ার্কশপ অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন ২০২০ সালে সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত, ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি, গবেষণা ও যাবতীয় উন্নতিতে করনীয় সম্পর্কে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
দুইদিনব্যাপী ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে বিশ্ববিদ্যালয়ে উন্নত শিক্ষাদান পদ্ধতির উপর আলোচনায় অংশগ্রহণ করেন দেশের স্বনামধন্য কম্পিউটার বিজ্ঞানী, ইউআইটিএস-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এম. কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও ইউআইটিএস-এর ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপসহ অর্থনৈতিক বিষয়ের উপর আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স, স্ট্যাটিউটস, বোডিস, নিয়ম-নীতি ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইউআইটিএস-এর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক। একাডেমিক প্রোগ্রাম ও পরীক্ষা পদ্ধতির উপর আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফ। ছাত্রকল্যাণ বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান। ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন মিসেস সৈয়দা আফসানা ফেরদৌসী, আইকিউএসি-এর পরিচালক ড. মো. মিজানুর রহমান, ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ইউআইটিএস রিসার্চ সেন্টারের পরিচালক ড. পলাশ চন্দ্র কর্মকার, সকল বিভাগীয় প্রধান-সহ শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন।