ইউআইটিএস-এ ফার্মা ফেস্ট-২০২১ অনুষ্ঠিত

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)
ইউআইটিএস-এ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত
October 21, 2021
ইউআইটিএস আইন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারের ক্লাস পার্টি অনুষ্ঠিত
November 3, 2021
Show all

ইউআইটিএস-এ ফার্মা ফেস্ট-২০২১ অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা অর্জনের দ্বার উন্মোচনে ইউআইটিএস প্রতিষ্ঠা-সহ ভালোমানের ফার্মাসিস্ট তৈরির লক্ষে আমরা এ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগ খুলেছি। বিভাগটির আন্তর্জাতিকমানের গবেষণাগারে মানবজীবন রক্ষাকারী বিভিন্ন ঔষধ আবিষ্কারের মাধ্যমে মানবসেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। অদ্য ২৪ অক্টোবর, ২০২১ খ্রি., রবিবার, সকাল ১১টায় ফার্মেসি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ফার্মা ফেস্ট-২০২১’-এ প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

বিভাগটির বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফার্মা ফেস্টে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ-এর সম্মানিত উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, স্বাধীনতাপূর্ব সরকারের তথ্যসচিব জনাব মারগুব মোর্শেদ (সাবেক প্রধান বিচারপতি মোর্শেদ সাহেবের সন্তান ও সুফি মিজানুর রহমানের ক্লাসমেট), জনাব শ্রীদীপ্ত বাবু অরবিন্দ দেবনাথ, ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফ, ইউআইটিএস বিওটির আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভুঁইয়া। এছাড়াও বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়েছে।