ইউআইটিএস-এ মসনভি পাঠের আসর অনুষ্ঠিত

ইউআইটিএসে আইটিইই এফই (লেভেল-২) বিষয়ক কর্মশালা উদযাপিত
November 28, 2019
ইউআইটিএস-এর ইইই ও ইসিই বিভাগদ্বয়ের ‘র‌্যাগ ডে’ পালন
December 5, 2019
Show all

ইউআইটিএস-এ মসনভি পাঠের আসর অনুষ্ঠিত

পারস্যের বিখ্যাত প্রেমবাদের দার্শনিক কবি মৌলানা জালালুদ্দিন রুমি (রহ.) রচিত মসনভি পাঠের আসরের ২৭তম মাসিক আলোচনা সভা অদ্য ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার ঢাকার বারিধারা সংলগ্ন ভাটারাস্থ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ আয়োজিত আসরের শুরুতে মসনভি শরিফ থেকে আবৃত্তিসহ ব্যাখ্যামূলক অনুবাদ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ড. কে এম সাইফুল ইসলাম খান এবং মসনভির ব্যাখ্যামূলক গল্প উপস্থাপন করেন ইউআইটিএস-এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।

আলোচনায় অংশগ্রহণ করেন ইউআইটিএস-এর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফ, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাসান ভ‚ইয়া, বোর্ড অব ট্রাস্টিজের লিগ্যাল এডভাইজার এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ও আইটি বিভাগের হেড মোহাম্মদ আল সায়খ। সঞ্চালনা করেন আল্লামা রুমি সোসাইটির গবেষক মোহাম্মদ ওমর ফারুক। সভায় উপস্থিত ছিলেন, ইউআইটিএস-এর অনুষদসমূহের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ সোসাইটির সদস্যবৃন্দ।