ইউআইটিএস-এ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

𝐔𝐈𝐓𝐒 𝐈𝐐𝐀𝐂 𝐌𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 𝐰𝐢𝐭𝐡 𝐍𝐞𝐭𝐂𝐨𝐦 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐀𝐠𝐞𝐧𝐭 𝐗: 𝐓𝐡𝐞 𝐀𝐈 𝐂𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐞 𝟐𝟎𝟐𝟓 – 𝐏𝐨𝐰𝐞𝐫𝐞𝐝 𝐛𝐲 𝐌𝐢𝐜𝐫𝐨𝐬𝐨𝐟𝐭
March 26, 2025
Show all

ইউআইটিএস-এ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়। অদ্য ২৬ মার্চ, বুধবার, সকাল ০৮:০০ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মাননীয় উপাচার্য শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

এ সময় ইউআইটিএস পরিবারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস, জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ উপলক্ষ্যে বারিধারা ডিপ্লোমেটিক জোন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন-সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।