ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশন অনুষ্ঠিত।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর মাননীয় উপাচার্যের “Summer School on Communication Skill and Research Poster Presentation” -এ অংশগ্রহণ।
October 30, 2024
ইউআইটিএস-এ বিজনেস স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত “Career Pathways in Public Relations Expert Insights” নামক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
November 7, 2024
Show all

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশন অনুষ্ঠিত।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশন ০৫ নভেম্বর, মঙ্গলবার ২০২৪ খ্রি. সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন এর সভাপতিত্বে উক্ত সেশনে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর পক্ষ থেকে জনানো হয়, প্রতিবারের ন্যায় এবারও ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশনের আয়োজন করতে পেরে আনন্দিত। এই প্রাণবন্ত সেশনটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং সম্মানিত ফ্যাকাল্টি মেম্বারগণের সংযোগ, নিজস্ব চিন্তাভাবনা শেয়ার করা এবং আলোচনা করার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম। শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বারগণ বিভাগের একাডেমিক এবং পাঠ্যক্রমিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য তাদের অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে উক্ত সেশনে স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

এছাড়া ও সেশনে অসামান্য গবেষণা, একাডেমিক শ্রেষ্ঠত্ব, সর্বাধিক উপস্থিতি এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে কৃতিত্ব রাখার জন্য শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বারদের সম্মাননা সনদ প্রদান করা হয়।

উক্ত সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সেশনটিতে অংশগ্রহণ করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন।

উক্ত সেশনটি সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব সুব্রত রায় ও প্রভাষক হোসনে আরা বেগম।