ইউআইটিএস এর কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই) বিভাগের শিক্ষকরা শিক্ষার গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) কর্তৃক আয়োজিত “Enhancing Outcome-Based Education Through Active Teaching and Learning” শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ

𝐔𝐈𝐓𝐒 𝐚𝐧𝐝 𝐖𝐮𝐡𝐚𝐧 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐲 (武汉理工大学) 𝐌𝐎𝐔 𝐒𝐢𝐠𝐧𝐢𝐧𝐠
December 31, 2024
Show all

ইউআইটিএস এর কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই) বিভাগের শিক্ষকরা শিক্ষার গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) কর্তৃক আয়োজিত “Enhancing Outcome-Based Education Through Active Teaching and Learning” শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ

সম্প্রতি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই) বিভাগের শিক্ষকরা শিক্ষার গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) কর্তৃক আয়োজিত “Enhancing Outcome-Based Education Through Active Teaching and Learning” শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন।
উক্ত কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. স্বাক্ষর শতাব্দ, ইউল্যাবের সহযোগী অধ্যাপক ড. নাফিস মনসুর এবং অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। ইউআইটিএস থেকে আইকিউএসি (IQAC)-এর ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার মোঃ শাফায়েত হোসেন এবং সি.এস.ই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আল-ইমতিয়াজ স্যারের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল এই কর্মশালায় যোগ দেন।
কর্মশালায় শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে শিক্ষকদের ভূমিকা, মানোন্নয়ন, এবং Outcome-Based Education (OBE) ভিত্তিক কারিকুলামের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।