ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর মাননীয় উপাচার্যের ” Conference on Physics-2024″-এ অংশগ্রহণ

ইউআইটিএস-এ বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাবের উদ্যোগে বিজনেস কার্নিভাল BIZ FIESTA 2024 অনুষ্ঠিত
May 8, 2024
ইউআইটিএস-এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৪ এবং ৩৫তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
May 16, 2024
Show all

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর মাননীয় উপাচার্যের ” Conference on Physics-2024″-এ অংশগ্রহণ

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঢাকাস্থ পরমাণু শক্তি কেন্দ্রে Bangladesh Physical Society কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী “International Conference on Physics-2024” ৯-১১ মে, ২০২৪ খ্রি. তারিখ অনুষ্ঠিত হয়। সম্মেলনটির Theme ছিল “Physics for 21st Century”। ৯ মে, ২০২৪ খ্রি. তারিখ সকাল ১০:৩০ টায় জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। উদ্বোধনী সেশনে কনফারেন্স চেয়ারের দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. মোঃ শৌকত আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের বিজ্ঞান অনুষদের সম্মানীয় ডিন অধ্যাপক ড. জীবন পোদ্দার এবং ড. বিলকিস আরা বেগম, পরিচালক, পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা। মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন Bangladesh Physical Society-এর সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন। উল্লেখ্য মাননীয় উপাচার্য Bangladesh Physical Society -এর একজন Fellow ।তিনি ২০২০-২০২৩ সময়ে Bangladesh Physical Society-এর Executive Board-এর মেম্বার ও এই সম্মেলনের Organizing Committee-এর সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত সম্মেলনে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এই সম্মেলনে তিনটি প্লেনারি টক, ২৫ টি ইনভাইটেড টক, ১২০ টি কনট্রিবিউটরি পেপার, ও ১৮০ টি পোস্টার উপস্থাপন করা হয়। সমাপনী সেশনে ২০২৪-২০২৫ সময়ের জন্য Bangladesh Physical Society-এর Executive Board-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ইউআইটিএস-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া একজন মেম্বার নির্বাচিত হন। ১১ মে, ২০২৪ তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হয়।