ক্যাম্পাস খুলে শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস কর্তৃপক্ষ

UITS Authority Meet the Foreign Students
October 3, 2021
বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিদেশী শিক্ষার্থীদের বিষয়ে পুলিশের মতবিনিময় সভায় ইউআইটিএস প্রতিনিধি শুভ দাস
October 12, 2021
Show all

ক্যাম্পাস খুলে শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস কর্তৃপক্ষ

UITS

দীর্ঘ প্রায় ১৮ মাস পর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ঢাকার বারিধারাস্থ নিজস্ব ক্যাম্পাস খুলে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ২৬তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুয়ায়ী সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনামতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মানুযায়ী স্বাস্থ্য সুরক্ষার সকল বিধি-নিষেধ অনুসরণ করে অদ্য ১০ অক্টোবর, ২০২১ খ্রি., রবিবার ইউআইটিএস ক্যাম্পাস খুলে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ক্যাম্পাসে প্রবেশের সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মাস্ক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মো. ইয়াছিন আলী-সহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিশ্ববিদ্যালয় সকল শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বরণ করেন সংশ্লিষ্ট অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান-সহ শিক্ষকমণ্ডলী।

করোনা মহামারির কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর ইউআইটিএস ক্যাম্পাস খুলে দিলে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা মুক্ত বিহঙ্গের মত নিজ ক্যাম্পাসে আনন্দে মেতে উঠে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সকল শিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচালিত হবে।