জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করেছে ইউআইটিএস

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বসন্তকালীন সেমিস্টার ২০২২-এর প্রি-ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
March 21, 2022
ইউআইটিএস আইন বিভাগে ‘নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা’ অনুষ্ঠিত
March 23, 2022
Show all

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করেছে ইউআইটিএস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করেছে ইউআইটিএস

নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করেছে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইরফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। অদ্য ১৭ মার্চ, ২০২২ খ্রি., বৃহস্পতিবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বঙ্গবন্ধুর জন্মদিবসের কেক কেটে আনন্দ উদযাপন করেন এবং উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ইউআইটিএসের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে রাজধানীস্থ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ইয়াছিন আলী, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস, সহকারী প্রক্টর জনাব মু. খালিদ মাহবুব খান, জনাব মো. শামিম হোসেন, জনসংযোগ কর্মকর্তা জনাব মো. ওমর ফারুক-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।