টিচার্স লাউঞ্জ ও মহিলা কমন-রুম -সহ মিরপুর রুটে ইউআইটিএস-এর বাস-সার্ভিস -এর শুভ উদ্বোধন

ইলেক্ট্রো ফেস্ট সিজন ফোর-এর স্পোর্টস প্রতিযোগিতা ২০২০-এর শুভ উদ্বোধন
February 3, 2020
Googler meets with the student of UITS for the First time
February 7, 2020
Show all

টিচার্স লাউঞ্জ ও মহিলা কমন-রুম -সহ মিরপুর রুটে ইউআইটিএস-এর বাস-সার্ভিস -এর শুভ উদ্বোধন

ইউআইটিএস-এ যুক্ত হলো মিরপুর (৫ম) রুটে নতুন বাস-সার্ভিস। অদ্য ০৪ ফেব্রুয়ারি, ২০২০ খ্রি., মঙ্গলবার দুপুর ২ টায় বারিধারা জে ব্লক সংলগ্ন ভাটারা থানাধীন মধ্য-নয়ানগরস্থ ‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)’-এর স্থায়ী ক্যাম্পাসে ৫ম রুটে বাস-সার্ভিসহ টিচার্স লাউঞ্জ ও মহিলা কমন-রুমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আলী হোসেন সোহাগ। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সেবা দেয়ার লক্ষে আমাদের এ ক্ষুদ্র আয়োজন। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য পিএইচপি অটো মোবাইলস-এ তৈরি গাড়ির সার্ভিসসহ নানাধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। ৫ম রুটে বাসটির জিরো পয়েন্ট নির্ধারণ করা হয়েছে ‘মিরপুর বাংলা কলেজ’। সেখান থেকে বাসটি সকাল ৬:৪০ টায় ও বিকাল ৪:৩০ টায় ছেড়ে মিরপুর-১, সনি সিনেমা হল, মিরপুর-২, মিরপুর-১০, মিরপুর-১২, পল্লবী, কালশি, মাটিকাটা, এমইএস, কুড়িল হয়ে ইউআইটিএস ক্যাম্পাস এবং দুপুর ২:০০ টায় ও রাত ৯:২০ টায় ইউআইটিএস ক্যাম্পাস থেকে ছেড়ে একই রুটে মিরপুর বাংলা কলেজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে নিয়মিত যাতায়াত করবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, গাউছিয়া, গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় গেট ও সাভারের আমিনবাজার থেকে ইউআইটিএস ক্যাম্পাসে আপ-ডাউন ট্রিপে চারটি রুটে নিয়মিত বাস-সার্ভিস চালু রয়েছে। এখন থেকে মোট পাঁচটি রুটে বাসগুলো নিয়মিত (বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়) যাতায়াত করবে।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সেলায়মান, বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক জনাব মো. মাহফুজুর রহমান ভূঁইয়া, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর জনাব মো. তারিকুল ইসলাম-সহ বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।