দ্যা ফিউচার অব ক্যারিয়ার্স: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, মেশিন লার্নিং, এআর/ভিআর

International Conference on Innovation and Technopreneurship (ICIT 2024)
May 23, 2024
UITS Hosts the First Ever Meetup of HackTheBox and HackerOne
May 26, 2024
Show all

দ্যা ফিউচার অব ক্যারিয়ার্স: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, মেশিন লার্নিং, এআর/ভিআর

“দ্যা ফিউচার অব ক্যারিয়ার্স: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, মেশিন লার্নিং, এআর/ভিআর” শিরোনামে গত ১৯ মে ২০২৪ তারিখ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস) এ আয়োজিত হয়েছে একটি সেমিনার। সেমিনারটির মূল আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং পরিচালনায় ছিল বাংলাদেশ ইনোভেশন ফোরাম। বাংলাদেশ ইনোভেশন ফোরাম ১০ টি ইউনিভার্সিটি-তে যে “ক্যারিয়ার কন” আয়োজন করছে এই অনুষ্ঠানটি ছিল তারই ধারাবাহিকতার অংশ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), রোবটিক্স, মেশিন লার্নিং এবং এআর / ভিআর ভবিষ্যৎ এ ক্যারিয়ার গঠনে কিভাবে সহায়ক হতে পারে, কিভাবে এখন থেকেই ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি নেয়া দরকার ইত্যাদি বিষয় নিয়ে মূল বক্তব্য রাখেন সিগমাইন্ডের সিইও আবু আনাস শুভম। পরবর্তীতে আইটি সেক্টর নিয়ে প্রাইডসিস আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও মনোয়ার ইকবাল, এআর/ভিআর নিয়ে আরআরএডি এর সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও তানভির আহমেদ খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বক্তাগণ শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন। ইউআইটিএস সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব আল-ইমতিয়াজ সেমিনারটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মো. আবু হাসান ভূঁইয়া, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. আশরাফুল ইসলাম, আইকিউএসি এর পরিচালক প্রকৌশলী মো. শাফায়েত হোসেন এবং বিভাগের অন্যান্য শিক্ষকগণ সেমিনারটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।