ইউআইটিএস-এ বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

ইউআইটিএস ক্যাম্পাসে সুফি মিজানুর রহমানের শুভাগমনে ফুলেল শুভেচ্ছা
September 30, 2021
UITS Authority Meet the Foreign Students
October 3, 2021
Show all

ইউআইটিএস-এ বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

ফার্মাসিস্ট দিবস

স্বাস্থ্য সুরক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২১’ পালন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগ। দিবসটি উপলক্ষে অনলাইন প্লাটফর্মে গত ২৫ সেপ্টেম্বর, ২০২১ খ্রি., শনিবার, সন্ধ্যা ৭টায় বিভাগের উদ্যোগে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে-২০২১” শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইউআইটিএসের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, আমরা ইউআইটিএস থেকে ভালো মানের ফার্মাসিস্ট তৈরি করতে চাই। এজন্য আন্তর্জাতিক মানের গবেষণাগার তৈরি করেছি। এ গবেষণাগার থেকে গবেষকগণ বিশ্বমানের জীবন রক্ষাকারী বিভিন্ন ঔষধ আবিষ্কার করবে বলে আমরা প্রত্যাশা করি।

ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক, ইউআইটিএস ফার্মেসি বিভাগের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিতেশ চন্দ্র বাছার।

বিভাগীয় প্রভাষক জনাব এসএম তাফসিরুল আলম তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়েবিনারে আলোচনায় অংশগ্রহণ করেন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব মোঃ মোফাজ্জল হোসেন, প্রভাষক জনাব মোঃ মেহেদী হাসান, জনাব নাফিসা তানজিন নকশী এবং জনাব রিতেশ বছার। এছাড়াও বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ওয়েবিনার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটি সফল ও সার্থক করেছে।