বিজনেস কার্নিভাল ডে-২০২১ পালিত

“ইউআইটিএস-এর ভিসির সাথে বিজনেস স্টাডিজ বিভাগের নতুন হেডের সৌজন্য সাক্ষাৎ”
January 19, 2022
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের নবনিযুক্ত ডিন ড. সিতেশ চন্দ্র বাছারকে ইউআইটিএস-এর শুভেচ্ছা
January 19, 2022
Show all

বিজনেস কার্নিভাল ডে-২০২১ পালিত

ইউনিভার্সিটি অব ইরফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ বিজনেস কার্নিভাল ডে-২০২১ উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদভূক্ত বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে গত ২৮ ডিসেম্বর, ২০২১ খ্রি., মঙ্গলবার সকাল ৯টায় রত্নগর্ভা তাহমিনা রহমান হলে এ উপলক্ষে “সিকিউরিটি ট্রেডিং সিস্টেম” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলর মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও স্যার এ এফ রহমান হলের সিটিং প্রভোস্ট এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, ইউআইটিএস-এর মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন বিজনেস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মোঃ সাঈদ পারভেজ।

এছাড়াও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. নজরুল ইসলাম-সহ বিজনেস স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিও একাউন্ট খোলা ও শেয়ার মার্কেটের সিকিউরিটি প্রক্রিয়া বিষয়ে বাস্তবিক প্রশিক্ষণ দেয়া হয়। বিজনেস কার্নিভাল ডে’তে বিভাগীয় শিক্ষার্থীদের ব্যবসায়ীক উদ্যোগ উপস্থাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওপেন গ্যালারিতে মেলার আয়োজন করা হয়। মহান বিজয় দিবস উদযাপন ও কনসার্টের মাধ্যমে কার্নিভালের সমাপ্তি ঘটে।