বিনয় সাফল্যের চূড়ায় আরোহণ করার অন্যতম নিয়ামক

ইউআইটিএসের সমাজকর্ম বিভাগে ফেয়ারওয়েল এবং প্রি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
October 25, 2022
ইউআইটিএসে ইউসেক শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
November 1, 2022
Show all

বিনয় সাফল্যের চূড়ায় আরোহণ করার অন্যতম নিয়ামক

“বিনয় সাফল্যের চূড়ায় আরোহণ করার অন্যতম নিয়ামক” – ইউআইটিএস-এর লোগো সম্বলিত আইন বিভাগ কর্তৃক আয়োজিত ব্যাচ প্রদান অনুষ্ঠানে সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

ইউআইটিএস ( ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সে) বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজ সংস্কারক আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জীবনে সফলতা অর্জন করতে হলে সর্বপ্রথম মানুষকে বিনয়ী হওয়া জরুরী। বিনয়ীগণ-ই সাফল্যের চূড়ায় আরোহণ করার ক্ষেত্রে অগ্ৰগামী। আদর্শভিত্তিক উন্নত শিক্ষা অর্জন করে মানবকল্যাণে কাজ করতে হবে। ইউআইটিএস -এর আইন বিভাগের উদ্যোগে আয়োজিত বিভাগীয় শিক্ষার্থীদের ইউআইটিএস-এর লোগো সম্বলিত ব্যাচ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অদ্য ২৭ অক্টোবর, ২০২২, বৃহস্পতিবার, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ৭ম তলাস্থ আইন বিভাগের মুটকর্টে -এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব মুহাম্মদ ইকবাল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং ইউআইটিএস- এর আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিজ্ঞ আইনজীবী, ডাবল গোল্ড মেডালিস্ট এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস, জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ ওমর ফারুকসহ বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সবার উদ্দেশ্যে খাবার পরিবেশন করা হয়।