সম্প্রতি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উদ্যোগে রাজধানীর মালিবাগস্থ এর প্রধান কার্যালয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিদেশী শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন ইউআইটিএস ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক ও ইংরেজি বিভাগের সম্মানিত শিক্ষক জনাব শুভ দাস।
সভায় বিদেশী শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বর্ধিতকরন, পাসপোর্ট সংক্রান্ত বিবিধ বিষয়াদি এবং করোনাকালীন পরিস্থিতিতে বিদেশী শিক্ষার্থীদের নিয়ে সৃষ্ট নানাবিধ জটিলতা নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিগণ এগুলোর সমাধানে গঠনমূলক আলোচনা করেন এবং বিভিন্ন মতামত তুলে ধরেন।