বৈশ্বিক সড়ক নিরাপত্তায় ইউআইটিএসে র‍্যালি

ইউআইটিএসে ৭ম জাতিসংঘ বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৩ উদযাপন
May 17, 2023
শিক্ষা সফর করল ইউআইটিএসের সিএসই বিভাগ
May 21, 2023
Show all

বৈশ্বিক সড়ক নিরাপত্তায় ইউআইটিএসে র‍্যালি

৭ম জাতিসংঘ বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর যৌথ উদ্যেগে আজ ১৭ মে, ২০২৩ খ্রি., বুধবার, সকাল ১০টায় এ উপলক্ষে র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক, প্রক্টর ড. মো. ইয়াছিন আলী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মাহবুবুর রহমান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান জনাব আল ইমতিয়াজ, ছাত্রকল্যাণ বিষয়ক উপদেষ্টা জনাব মো. তারিকুল ইসলাম, সিআইপিআরবি-এর রোড সেইফটি প্রকল্পের ম্যানেজার জনাব কাজী বোরহান উদ্দিন, ডেপুটি ম্যানেজার (ট্রেনিং) জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, জনাব মোহাম্মদ সেলিম মিয়া, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জনাব মো. ওমর ফারুক-সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি আয়োজনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সিআইপিআরবি-কে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ বছরের জাতিসংঘ বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘টেকসই যাতায়াত’ (Sustainable Mobility) বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমাদেরকে সড়ক নিরাপত্তায় সচেতনতার সাথে কাজ করতে হবে। কর্তৃপক্ষ-সহ নীতি নির্ধারণী পর্যায় থেকে সড়ক নিরাপত্তায় যে সকল গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়, সকল স্তরের মানুষকে সে সকল পদক্ষেপ বাস্তবায়নে অবস্থানভিত্তিক সহযোগিতা করতে হবে। তবেই সড়কে জন-নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং দূর্ঘটনা হ্রাস পাবে।