মহান বিজয় দিবসে ইউআইটিএস পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

“বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলো ইউআইটিএস”
December 15, 2020
শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসায় সিক্ত ড. খান
December 24, 2020
Show all

মহান বিজয় দিবসে ইউআইটিএস পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা ৭:৩০ টায় অনলাইন মাধ্যমে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ২০২০ সালে সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত, ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসিন। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।দিবসটি উপলক্ষে সন্ধ্যা ৭:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান-এর সভাপতিত্বে অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় দেশের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান, ২০২০ সালে সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসিন। “ইউআইটিএস-এ মহান বিজয় দিবস উদযাপন”
নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২০ উদাপন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। অদ্য ১৬ ডিসেম্বর, ২০২০, বুধবার সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুরু করা হয়। দিবসটি উপলক্ষে সন্ধ্যা ৭:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান-এর সভাপতিত্বে অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় দেশের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান, ২০২০ সালে সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসিন। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএস-এর ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, আইন উপদেষ্টা এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নাতে রাসূল (সা.) পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ ইকবাল হাছান। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, আইকিউএসি’র পরিচালক ড. মো. মিজানুর রহমান, ইউআইটিএস রিসার্চ সেন্টারের পরিচালক ড. পলাশ চন্দ্র কর্মকার, প্রক্টর জনাব মো. তারিকুল ইসলাম-সহ সকল বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।