মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।
অদ্য ২৬ মার্চ, ২০২২ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ইয়াছিন আলী, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জনাব আল ইমতিয়াজ, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস, সহকারী প্রক্টর জনাব মু. খালিদ মাহবুব খান, সিএসই বিভাগের প্রভাষক জনাব মো. ইসমাঈল হোসেন, জনসংযোগ কর্মকর্তা জনাব মো. ওমর ফারুক-সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সূর্যোদয়ের সাথে সাথে জতীয় পতাকা উত্তোলন করা হয়।