স্যার সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮০তম জন্মদিন উদযাপন করেছে ইউআইটিএস

মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ইউআইটিএস-এর উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. আবু হাসান
February 28, 2022
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বসন্তকালীন সেমিস্টার ২০২২-এর প্রি-ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
March 21, 2022
Show all

স্যার সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮০তম জন্মদিন উদযাপন করেছে ইউআইটিএস

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮০তম জন্মদিন উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার নেতৃত্বে একটি দল গত ১২ মার্চ, ২০২২, শনিবার, সন্ধ্যা ৭ টায় পিএইচপি অটোমোবাইলস-এর উদ্যোগে চট্টগ্রামে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ভক্তি, শ্রদ্ধা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, আইকিউএসি’র পরিচালক ড. মো. মিজানুর রহমান, রিসার্চ সেন্টারের পরিচালক ড. পলাশ চন্দ্র কর্মকারসহ বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মহোদয়ের ৮০তম জন্মদিন উপলক্ষে গত ১৪ মার্চ, ২০২২, সোমবার, বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খতমে কুরআন, মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএসের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ. ন. ম. শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক, বিজনেস অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব নাঈমা আফরিন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান সঞ্চালিত অনুষ্ঠানে প্রক্টর, বিভাগীয় প্রধান, সেল ও সেন্টারসমূহের পরিচালক, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।