হ্যাকাথন ”কোড ফর অ্যা কজ” ২.০ এ ইউআইটিইএস এর সাফল্য

ইউআইটিএস পরিবারে আনন্দের বন্যা
February 18, 2020
সমাজ সেবায় একুশে পদক জয়ী আলহাজ্ব সূফী মোহাম্মাদ মিজানুর রহমান
February 22, 2020
Show all

হ্যাকাথন ”কোড ফর অ্যা কজ” ২.০ এ ইউআইটিইএস এর সাফল্য

গত ১৫ ফেব্রুয়ারি,২০১৯ দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হয়েছে বাংলালিংক এসডিজি হ্যাকাথন ”কোড ফর অ্যা কজ” ২.০। উদ্ভাবন ও প্রযুক্তিতে আগ্রহী তরুণদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন আর্থ-সামাজিক সমস্যার ডিজিটাল সমাধানে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এই হ্যাকাথনের আয়োজন। ২৪ ঘন্টাব্যাপী প্রতিযোগিতাপূর্ণ এই হ্যাকাথনে সেরা ২৫ দলের মধ্যে জায়গা করে নিয়েছে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেসের সিএসই বিভাগের তিন জন শিক্ষার্থী। সিএসই ৪০তম ব্যাচের মোঃ নবী হোসেন, মোঃ আলামিন হোসেন এবং মোঃ হৃদয় হোসেন (ইউআইটিএস রোভার্স) টিমের তিন সদস্য। তারা জলবায়ু বিষয়ক ডিজিটাল পরিকল্পনা নিয়ে হ্যাকাথনে অংশগ্রহণ করেছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাইমুর রহমান ( চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার,বাংলালিংক), মনিরুজ্জামান শেখ( চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার,বাংলালিংক) ও প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।

ইউআইটিইএস রোভার্স টিমের সফলতায় তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।