মুুরামোটো গ্রুপ অব কোম্পানীজ জাপান-এর চেয়ারম্যান এবং ওভারঅল প্রেসিডেন্টের ইউআইটিএস পরিদর্শন

থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ইউআইটিএস পরিদর্শন
September 26, 2018
Show all

মুুরামোটো গ্রুপ অব কোম্পানীজ জাপান-এর চেয়ারম্যান এবং ওভারঅল প্রেসিডেন্টের ইউআইটিএস পরিদর্শন

আজ ৮ মার্চ ২০১৯ খ্রি: শুক্রবার সকাল ৯:০০ টায় বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তি ভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয়-ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) পরিদর্শন করেন জাপানের মুুরামোটো গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান এবং ওভারঅল প্রেসিডেন্ট ইয়োচি মুরামোটো ও কোম্পানীর ডিরেক্টর ইকুয়ো কুরিবায়াসি। ইউআইটিএস মিলনায়তনে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদেঁর অর্ভ্যথনা জানানো হয়। ইউআইটিএস-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্ভ্যথনা অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ইউআইটিএস-এর প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সূফী মোহাম্মদ মিজানুর রহমান জাপান হতে আগত অতিথিদের ইউআইটিএস পরিদর্শনের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান ।
ইয়োচি মুরামোটো তাঁর বক্তব্যে ইউআইটিএস এর মতো একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দেশের শিক্ষা ব্যবস্থায় বিশেষ অবদান রাখায় সূফী মোহাম্মদ মিজানুর রহমানের প্রশংসা করেন। তিনি বলেন এই বিশ্ববিদ্যালয়ে অনেক যোগ্যতাসম্পন্ন শিক্ষকেরা পাঠদান করেন যার ফলে শিক্ষার্থীরা স্বল্প খরচে মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। সর্বোপরি তিনি ইউআইটিএস পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী। এছাড়া আরও বক্তব্য রাখেন আইটি বিভাগের অধ্যাপক এবং উপদেষ্টা (ছাত্রকল্যাণ) ড. নজরুল ইসলাম অধ্যাপক, আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এম. শাহ্ আলম এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক।
অনুষ্ঠানে ইউআইটিএস-এর রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।