ইউআইটিএস-এর নতুন সহকারী প্রক্টর শামিম হোসেন

বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিদেশী শিক্ষার্থীদের বিষয়ে পুলিশের মতবিনিময় সভায় ইউআইটিএস প্রতিনিধি শুভ দাস
October 12, 2021
ইউআইটিএস আইন বিভাগের মুটকোর্ট উদ্বোধন, নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
October 18, 2021
Show all

ইউআইটিএস-এর নতুন সহকারী প্রক্টর শামিম হোসেন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাব শামিম হোসেন। গত ১০ অক্টোবর, ২০২১ খ্রি., রবিবার তিনি এ পদে যোগদান করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে যোগদান করে তিনি এ পদে নিয়োগ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বিধানে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে নবনিযুক্ত সহকারী প্রক্টরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

জনাব শামিম ২০১০ সালে এসএসসি ও ২০১২ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ২০১৬ সালে প্রথম শ্রেণিতে সম্মান ও ২০১৭ সালে প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

২০২০ সালের ০৫ ফেব্রুয়ারি ইউআইটিএস-এর ইংরেজি বিভাগে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।

জনাব শামিম হোসেন ১৯৯৫ সালের ০১ জানুয়ারি রাজশাহী জেলার বাঘা থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জনাব আবুল কালাম ও মাতা সেরেনা বেগম।