UITS Computer Club-New Executive Committee
২০ ফেব্রুয়ারি,২০২৪ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (UITS) এর কম্পিউটার ক্লাবের ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিভাগের ফাগুন উৎসবের দিন উৎসবমুখর পরিবেশে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আল-ইমতিয়াজ, যিনি নতুন কমিটিতে আছেন ক্লাবের মডারেটর হিসেবে। পাশাপাশি, ক্লাবের মেন্টরের দায়িত্ব পালন করবেন বিভাগের প্রভাষক মৃন্ময় বিশ্বাস আকাশ।
কমিটিতে শিমুল পারভেজ সভাপতি, আসাদুর রহমান সহ-সভাপতি, তাহমিদ নাসিফ তমাল সাধারন সম্পাদক, পূজা সরকার যুগ্ম সম্পাদক, আইনুল বারী কোষাধ্যক্ষ এবং আরবিন জামান যোগাযোগমাধ্যম প্রধানের পদ লাভ করেন।
ছবিতে- বিভাগীয় প্রধান ও ক্লাব মডারেটর এবং ক্লাব মেন্টরের সাথে সদ্য বিদায়ী কমিটি ও নতুন কমিটির সদস্যরা।