প্রকৌশল শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় জনপ্রিয়করণ

UITS Celebrating Participants Achievement in Google Crowdsource and Machine Learning Workshops
June 13, 2024
ইউআইটিএস-এর মেধাবী শিক্ষার্থীদের “রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” প্রদান।
July 2, 2024
Show all

প্রকৌশল শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় জনপ্রিয়করণ

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি) এর পদার্থবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে গত ২৭ জুন, ২০২৪ খ্রি. বৃহস্পতিবার “The Advancement of Physics Research for Engineering Students” বিষয়ে দিনব্যাপী সেমিনার এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে “How to make Physics research more popular to Engineering Students” বিষয়ের উপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনায় মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি বলেন সফলতার জন্য সবার নিরানব্বই শতাংশ চেষ্টা, সেই সাথে ইতিবাচক মনভাব থাকতে হবে তবেই সফলতা আসবে। এসময় প্যানেলিস্ট হিসাবে আরও উপস্থিত ছিলেন বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আকতার হোসাইন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক ডিরেক্টর (পরিকল্পনা ও উন্নয়ন) ড. সৈয়দ মোহাম্মদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষ এবং বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান।
সেমিনার ও কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ের প্রায় ২৫০ জন শিক্ষার্থী এবং ২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। জাতীয় সংগীতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি’র সহ-সভাপতি ও বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আকতার হোসাইন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এআইইউবি এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুর রহমান। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ইনস্টিটিউট অফ ন্যানোটেকনোলজি এর প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, এআইইউবি এর ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এর ডিন মি. মশিউর রহমান।
সমাপনী অনুষ্ঠানে চিফ প্যাট্রন ছিলেন এআইইউবি এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন ইউআইটিএস-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। এছাড়াও অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ডিভিশনাল হেড ড. মোঃ খাইরুল ইসলাম, বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি’র সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষ, এআইইউবি এর ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এর সহযোগী ডিন অধ্যাপক ড. দীপ নন্দী। আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রকৌশল শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণার গুরুত্ব তুলেধরেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।