সি এস ই বিভাগের উদ্যোগে আয়োজিত ‘UITS Skillathon 2024’

UITS Teams Selected for University Innovation Hub Program (UIHP) at BRAC University
November 28, 2024
UITS Teams participated at Orange Corners IDEATION CHALLENGE 4.0
December 1, 2024
Show all

সি এস ই বিভাগের উদ্যোগে আয়োজিত ‘UITS Skillathon 2024’

সি এস ই বিভাগের উদ্যোগে আয়োজিত ‘UITS Skillathon 2024’ এর অংশ হিসাবে শুরু হল “Intra Department Football Tournament”। সিএসই বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
১৯ই নভেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া (ভাইস চ্যান্সেলর), অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ (ট্রেজারার), ড. মোঃ আশরাফুল ইসলাম (অধ্যাপক এবং ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), মোহাম্মদ কামরুল হাসান (রেজিস্ট্রার), জনাব আল-ইমতিয়াজ (সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান), এবং সাব্বির হাওলাদার (সহকারী প্রক্টর এবং রসায়নের লেকচারার)। এই টুর্নামেন্টের অন্যতম প্রধান উদ্দেশ্য হল এই বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচন করা, যারা বিভিন্ন প্রতিযোগিতায় সিএসই বিভাগের প্রতিনিধিত্ব করবে।