ইউআইটিএস-এ আইন বিভাগের বসন্ত বরণ ও পিঠা উৎসব

UITS Teams Selected in the Ministry of Youth and Sports “Youth for Earth, An Innovative Case Solution Championship” at Dhaka University
February 11, 2025
UITS Teams Awarded in the Ministry of Youth and Sports “Youth for Earth, An Innovative Case Solution Championship” at Dhaka University
February 17, 2025
Show all

ইউআইটিএস-এ আইন বিভাগের বসন্ত বরণ ও পিঠা উৎসব

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগ কর্তৃক আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসব অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. বৃহস্পতিবার, সকাল ০৮:০০ টায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোছা: আয়েশা সিদ্দিকা, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস-সহ আইন বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শিক্ষার্থীদের অভিনব আয়োজন ও অংশগ্রহণে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ার মুখরিত হয়ে ওঠে। উক্ত অনুষ্ঠানে হরেকরকম স্টলে পিঠা ও খাবারের পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন ও তাদেরকে এরকম সুন্দর আয়োজন করার জন্য প্রশংসা এবং ধন্যবাদ জানান।