২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর বারিধারাস্থ ক্যাম্পাস পরিদর্শন করেন। ছয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাহিদল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্টাডিজের ডীন অধ্যাপক ড. পাৎচারী ল্যারিরি। ইউআইটিএস এর কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, কোষাধ্যক্ষ, সকল স্কুলের ডীন, রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন এবং দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়। উভয়পক্ষের প্রতিনিধিগণ ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম সহায়তা প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন।