ইউআইটিএসে আইটিইই এফই (লেভেল-২) বিষয়ক কর্মশালা উদযাপিত

ইউজিসি চেয়ারম্যানের সাথে ইউআইটিএস ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
November 28, 2019
ইউআইটিএস-এ মসনভি পাঠের আসর অনুষ্ঠিত
November 30, 2019
Show all

ইউআইটিএসে আইটিইই এফই (লেভেল-২) বিষয়ক কর্মশালা উদযাপিত

গত ২৭ নভেম্বর ২০১৯ তারিখে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর বারিধারা সংলগ্ন মধ্য নয়ানগরে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগের সার্বিক তত্ত্বাবধানে জাপানে বাংলাদেশী প্রকৌশলীদের কর্মদক্ষতা যাচাই বিষয়ক আসন্ন এপ্রিল ২০২০ এ অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক পর্যায়ের আইটিইই এফই (লেভেল-২) পরীক্ষা এবং তার প্রস্তুতি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান । এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর বোর্ড অব ট্রাস্টিজ এর অ্যাডভাইজর প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএস এর স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ড. মাজহারুল হক এবং ডিরেক্টর অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রফেসর ড. নজরুল ইসলাম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক জনাব মোঃ আল সায়খ। এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইটিইই এফই (লেভেল-২) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ইউআইটিএস এর আইটি বিভাগের প্রভাষক জনাব মোঃ মাঈনুদ্দিন । অনুষ্ঠানে প্রধান বক্তা আইটিইই এফই পরীক্ষা ও তার গুরুত্ব এবং পরীক্ষার প্রস্তুতি বিষয়ক গুরুত্বপূর্ণ নিয়ম কানুন সম্বন্ধে আলোকপাত করেন এবং হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। উল্লেখ্য যে, আইটিইই পরীক্ষা জাপানের জাতীয় পর্যায়ে আন্তর্জাতিকভাবে দক্ষ বিদেশী প্রকৌশলী নিয়োগের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যেখানে প্রতিবছর প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থী আন্তর্জাতিকভাবে অংশগ্রহণ করে। এই পরীক্ষাটি প্রতিবছর সাধারণত এপ্রিল এবং অক্টোবর মাসে আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশে ২০১৩ সাল থেকে নিয়মিত এই পরীক্ষাটির লেভেল-১ এবং লেভেল-২ অনুষ্ঠিত হয়ে আসছে।