আন্ত: বিশ্ববিদ্যালয় সাইবার ড্রিল-২০২২ এ ইউআইটিএসের আইটি বিভাগের সাফল্য

    Show all

    আন্ত: বিশ্ববিদ্যালয় সাইবার ড্রিল-২০২২ এ ইউআইটিএসের আইটি বিভাগের সাফল্য

    দেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগ আন্ত: বিশ্ববিদ্যালয় সাইবার ড্রিল-২০২২ প্রতিযোগিতায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগটি থেকে অংশগ্রহণকৃত দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    বিজিডি ই-গভ সার্ট -এর বাৎসরিক নিয়মিত বিভিন্ন সাইবার ড্রিল আয়োজনের পরিকল্পনা অনুসারে গত ২৩-২৪ আগস্ট, ২০২২ খ্রি. দুইদিন ব্যাপী আন্ত:বিশ্ববিদ্যালয় সাইবার ড্রিল ২০২২ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউআইটিএসের আইটি বিভাগের দল “ইউআইটিএস আইটি রুটারস” ( UITS_IT_Rooters) এই প্রতিযোগিতায় ৫০০০ পয়েন্টের মধ্যে ৪৭০০ পয়েন্ট অর্জন করে সেরা পাঁচ-এ স্থান করে নেয়ার গৌরব অর্জন করেন।
    উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ৫৮টি টিম রেজিস্ট্রেশন করে এবং মোট ২৬৮ জন শিক্ষার্থী দলগতভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।