BASIS National ICT Awards 2018 চ্যাম্পিয়ন ইউআইটিএস এর আইটি বিভাগ

    Show all

    BASIS National ICT Awards 2018 চ্যাম্পিয়ন ইউআইটিএস এর আইটি বিভাগ

    বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৮ এর আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ায় দেশের প্রথম তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর আইটি বিভাগকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি এবং সমাজ সেবক সূফী মোহাম্মদ মিজানুর রহমান। এক অনাড়ম্বর অনুষ্ঠানে চ্যাম্পিয়ন টিমের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী, স্কুল অব সায়েন্সেস এর ডীন অধ্যাপক ড. মাজহারুল হক এবং সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

    উল্লেখ্য, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৮ এর আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ইউআইটিএস। একই সঙ্গে আইসিটি অস্কার হিসাবে খ্যাত আন্ডর্জাতিক ​Asia Pasific ICT Alliance Award (APICTA) ২০১৮ এর জন্যও মনোনয়ন লাভ করেছে ইউআইটিএস এর আইটি বিভাগ।

    এবছর বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড এর জন্য ৩০টির অধিক ক্যাটাগরিতে প্রায় ৬৫৩টি প্রজেক্ট জমা পড়ে। এরমধ্যে কয়েক ধাপে বিশেষজ্ঞ বিচারকদের সমন্বয়ে গঠিত বোর্ডের যাচাই-বাছাইয়ের পর মোট ৭৬টি প্রজেক্ট পুরস্কার পায় এবং ৩২টি প্রজেক্ট APICTA অ্যাওয়ার্ড ২০১৮ এর জন্য মনোনীত হয়। ৬ সেপ্টেম্বর ২০১৮ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ এর মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এর কাছ থেকে ইউআইটিএস এর আইটি বিভাগের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আইটি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ঈসা হাম্মাম ও তাসমিয়া আক্তার। টিমের মেন্টর হিসেবে আইটি বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক আল ইমতিয়াজও এসময় উপস্থিত ছিলেন।